রাজস্ব আদায়ে সেরা বর্ধমান, দাবি প্রশাসনের
|
জমি, ইট ও বালি থেকে জেলা প্রশাসন ৭৬ কোটি টাকার রাজস্ব আদায় করেছে বলে রবিবার জানালেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। ২০১২-১৩ অর্থবর্ষে এত বেশি রাজস্ব অন্য কোনও জেলা আদায় করতে পারেনি বলেই দাবি তাঁর। গত বছরের চেয়ে এর পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা বেশি। বালি ও ইট আদায় হওয়া রাজস্বের পরিমাণ ৬ কোটি টাকা। তিনি আরও জানান, যে ব্লক ও রাজস্বআদায়কারী আধিকারিকেরা রাজস্ব আদায়ে উল্লেখযোগা সাফল্য দেখিয়েছেন, তাঁদের পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, বর্ধমানের দামোদর ও অজয় নদী থেকে তোলা বালি রাজ্যের প্রায় সব জেলায় নির্মাণ কাজে ব্যবহৃত হলেও এতদিন সরবরাহকারীরা বিপুল রাজস্ব ফাঁকি দিত। তা রুখতে বিডিও, রাজস্বআদায় দফতর ও পুলিশ অভিযান চালায়।
|
(Contents not for circulation, reproduction and official use. It's just sharing for the personal thoughts)
Monday, April 15, 2013
Anandabazar Patrika on 15th April 2013 : Burdwan tops in revenue collection
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment